রতন বিশ্বাস: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের রাস্তার পাড় ভেঙে একটি রাস্তা চলে গেছে পুকুরে। পাকা না হোক অন্তত মাটি ফেলেই রাস্তা তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন রাস্তাটি না হওয়ায় বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীর।
স্থানীয় সূত্রে জানাগেছে, ঠাকুরপুর গ্রামের মসিঘোটানপাড়ায় বড় একটি মালিকানা পুকুর রয়েছে। সেই পুকুরের পাড় বরাবর ঠাকুরপুর ও পিরপুরকুল্লা গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহুবছর ধরেই দুই গ্রামের শিক্ষার্থীসহ সাধারন মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু পুকুরের কাঁচা পাড়টি ভাঙতে ভাঙতে উধাও হয়েছে রাস্তাটি। সামান্য যেটুকু পাড় রয়েছে সেখান দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই গ্রামবাসী। এতে ভয়ানক বিপদে পড়েছে গ্রামবাসীরা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে দুই গ্রামের মানুষের যাতায়াত। রাস্তার পশ্চিম দিকে ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বিশেষ করে এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। আর বর্ষার সময় এই রাস্তার বিকল্প হিসেবে স্থানীয়দের বাড়ির ভেতর দিয়ে চলাচল করে গ্রামবাসী। এছাড়া রাস্তার ওপারে একটি মসজিদ রয়েছে। মুসুল্লিদেরও অনেক কষ্ট হয় মসজিদে যাওয়ার এই পথ পাড়ি দিতে। এছাড়া গ্রামের অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে সবচেয়ে বেশি বেগ পেতে হয় বলে স্থানীয়রা জানান। অনেক জনপ্রতিনিধি এই রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলেও বিষয়টি কারও হুঁশ ফেরেনা বলে অভিযোগ করে গ্রামবাসী।