কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে রয়হান গাইন নামের এক কৃষকের একটি গরু বজ্রপাতে নিহত হয়েছে। গতকাল রবিবার (২৮ জুন) দুপুর ২ টার দিকে বড়বলদিয়া মাঠে বজ্রপাতে গরুটি মারা গেছে। জানা গেছে, রবিবার দুপুর ২ টার দিকে বুইচিতলা গ্রামের কৃষক রয়হান গাইনের নিজস্ব গরুগুলো নিয়ে বড়বলদিয়া মাঠে নিয়ে যান গরুর ঘাস খাওয়াতে। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই একটি গাভী গরুর মৃত্যু হয়। বজ্রপাতে রায়হানের গরুটি মারা যাওয়ায় করোনা ভাইরাসের সময় অসহায় হয়ে পড়েছে সে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় চলতি বছর ১৫শ’ হেক্টর জমিতে আমন জাতের মুখি কচুর চাষ
এছাড়া, আরও পড়ুনঃ