কুষ্টিয়ায় একটি বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানালাপাড়ার ওই বাড়ি থেকে গৃহবধূ রিমি খাতুনের (২২) লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার। তিনি বলেন, “লাশটি হোটেল শ্রমিক আলামিনের স্ত্রীর বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আলামিন তার স্ত্রীকে হত্যার পর মাটিচাপা দিয়ে পালিয়েছে। বাড়ির মালিক মুরাদ হোসেন জানিয়েছেন, শহরের মজমপুর গেট এলাকার জাহাঙ্গীর হোটেলে মিষ্টির কারিগর আলামিন (২৫) গত ফ্রেব্রুয়ারি মাসে এক হাজার টাকায় বাসাটি ভাড়া নেন। বাসায় আলামিন ও তার স্ত্রী থাকতেন। আলামিনের বাড়ি খোকসা উপজেলায়।