কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে ভাতিজা আনন্দ কুমার বেদের ধারালো অস্ত্রের আঘাতে কাকা প্রশান্ত কুমার (৩২) নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে বৃত্তিপাড়া বাজার নামক স্থানে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে। নিহত প্রশান্ত কুমার কুষ্টিয়া ইবি থানার বৃত্তিপাড়া গ্রামের সুশীল কুমারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিদিনই কাকা ভাতিজার মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে বিকেলে কাকা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাইয়ের ছেলে আনন্দ কুমার বেদ ও সত্যেন কুমার বেদ ক্ষিপ্ত হয়ে ধারালো হেঁসো দিয়ে কাকা প্রশান্ত কুমারের মাথায় ও ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে প্রশান্ত কুমার মারা যান। পরে তার লাশ ময়না তদন্তের মর্গে প্রেরণ করা হয়।
হত্যার ঘটনায় কুষ্টিয়া ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন বলেন, যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ওসি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ