কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে জিয়াউর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার। আটককৃত জিয়াউর রহমান কুমারখালী উপজেলার শালঘরমধুয়া পশ্চিমপাড়া এলাকার চাঁদ আলী জোয়ার্দ্দারের ছেলে।
র্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার জানান, গতকাল বুধবার বিকেলে কুমারখালী উপজেলার শালঘরমধুয়া পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১২। এসময় জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ