কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সদর উপজেলার একটি ধান ক্ষেতের পাশ থেকে বশির উদ্দিন (৫৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার চরগোপালপুর-মিটন সড়কের মধ্যবর্তী রাস্তার পাশর্^স্থ ধান ক্ষেতের আইল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত বশির উদ্দিন কুমারখালী উপজেলার সাওতা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এবং মেটন গ্রামের মৃত মুন্নাফের জামাতা।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) গোলাম মস্তফা জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থল চরগোপালপুর মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ছিনতাইকারী চক্র ভ্যান ছিনতাই করতেই এ হত্যাকা- ঘটিয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করছে। যারা এ হত্যাকা-ে জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় বাংলাদেশ মানবাধিকারক মিশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ