কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র এনামুল হকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বর্তমানে তারা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাত ১০ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কামরুল, আবু সাইদ ও শামীম। তারা সকলেই একই এলাকার বাসিন্দা ও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী এনামুল হকের সমর্থক।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের সমর্থকরা আ.লীগ মনোনীত (নৌকার) প্রার্থী হাজি এনামুল হকের কর্মী-সমর্থকের ওপর অতর্কিত হামলা করে। এতে ৩ জন সমর্থক গুরুতর আহত হয়। এ পৌরসভা নিবাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন প্রার্থী। তবে ভোটের মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী হাজি এনামুল হক ও মোবাইল মার্কার স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আওয়ামীলীগ মনোনীত (নৌকার) প্রার্থী হাজি এনামুল হক অভিযোগ করেন, রাতে তার কর্মীদের ওপরে অতর্কিত হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের সমর্থকরা।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা এঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।