ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তেতুল গাছ থেকে পড়ে শরিফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শরিফুল উপজেলার রায়গ্রাম ইউনিয়নের মেগুরখির্দ্দা গ্রামের সদর উদ্দিনের ছেলে।
গ্রামবাসীসূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের দিকে পাকা তেতুল পাড়ার জন্য গাছে উঠেন শরিফুল। এক পর্যায়ে হাত ফসকে গাছ থেকে পড়ে যান তিনি। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিন করেন।