ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে গরিব কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার হেলাই গ্রামের ছব্দুল শেখের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন এমপি ও বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় শিক্ষকদের সাথে ধান কাঁটেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাসহ বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষক ও কর্মচারী। ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এমপি মহোদয় আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে একাত্মা ঘোষণা করে মাঠে এসেছেন। তিনি বেশ ধান কেটেছেন। প্রধান শিক্ষক আরও জানান, শিক্ষকদের পক্ষ থেকে তার বিদ্যালয়ের দরিদ্র ১৫০ জন ছাত্রকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এছাড়াও তারা কালীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তার হাতে ১০ হাজার ও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫০০০ টাকা জমা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শুক্রবার সকালে হেলাই গ্রামের গরিব কৃষক ছব্দুল শেখের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ