কালীগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে সারাদেশের মানুষ যখন গৃহবন্দির মতো জীবন ধারণ করছে সেই জায়গা থেকে মানুষের মনের দৃষ্টি কেড়েছে ঝিনাইদহ জেলা আরটিভি সাংবাদিক শিপলু জামান। ফোন পেলে নিজেই ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে যাচ্ছেন ত্রাণ সামগ্রী নিয়ে। কখনো দিনে আবার কখনো রাতের আধারে। কখনো পাঁয়ে হেটে আবার কখনো নিজের গাড়ির ড্রাইভিং করেও ছুটে যাচ্ছে অসহায় মানুুুুষের দুয়ারে। তেমনই গতকাল সকালে
করোনা ভাইরাস পজেটিভ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র সেবিকা ফযলা হাসপাতাল সড়কের বাসায় ভিটামিন সি সমৃদ্ধ মৌসুমি ফল নিয়ে লকডাউন করা বাসায় হাজির হন ঝিনাইদহ জেলা আরটিভি সাংবাদিক শিপলু জামান। এ সময় সামজিক দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলেন এবং শারীরিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিশন আলী ও তানজির রহমান তকি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ