কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অফিসকক্ষে বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে কে বা কারা বিদ্যালয়ের অফিসকক্ষের জানালা দিয়ে ভেতর প্রবেশ করে টেলিভিশন ও চেয়ারসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, কে বা কারা রাতে অফিসকক্ষে ঢুকে বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ভেঙেছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি জানান, বিষয়টি বিদ্যালয় থেকে জানিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ