কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যবসায়ীকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃৃত্বে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ধারা ৬ লংঘনের দায়ে ৬ টি মামলায় ৬ জনকে ১১ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মো. তারিকুজ্জামানের নেতৃত্বে একই আইনে ১১ টি মামলা ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃৃত্বে একই আইনে ৯ টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতায় ছিলেন দামুড়হুদা মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সদস্যরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ