কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী একিম মোস্তফা (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)। জানা গেছে, গত শনিবার দিনগত রাত ১২টার দিকে ঢাকার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। একিম মোস্তফা কুড়–লগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত নজির আহম্মেদ খার ছেলে। গতকাল মাগরিবের নামাজের পর সদাবরী গ্রাম কবরস্থানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। একিম মোস্তফা কার্পাসডাঙ্গা বাজারের কাউন্সিল মোড়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কার্পাসডাঙ্গার সকল সাংবাদিকবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ