কুড়–লগাছি প্রতিনিধি: সংস্কারের অভাবে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের প্রধান (তেল পাম্প ও কাস্টম মোড় হতে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত) সড়কের অবস্থা বর্তমানে এতোটাই শোচনীয় রূপ নিয়েছে যে সামান্য বৃষ্টিতেই পানি জমে। এটিকে দেখে মনে হয় রাস্তা নয় যেনো মৃত্যুপুরী। খানা-খন্দে ভরা, ভাঙাচোরা এই সড়কে চলাচলরত যানবাহন, চালক ও যাত্রী, পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও দুর্ভোগের শেষ নেই। বৃষ্টির পানিতে সড়কটি পুকুরের আকার নেয় তখন তা’ পরিণত হয় মৃত্যুফাঁদে। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, দুর্ভোগ দেখেও নজর দিচ্ছেন না স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার অধিকাংশ জুড়ে খানাখন্দে গর্তে ভরা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্ত কোথাও হাঁটু, গভীর। দেখলে মনে হবে পুকুর। কিছু কিছু জায়গায় কোনোদিন পিচ ছিলো বলে মনে হয় না। রাস্তার বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। যানবাহন চলাচলে সড়ক অনুপযুক্ত হয়ে পড়লেও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ বিষয়ে পথচারীরা দৈনিক মাথাভাঙ্গকে জানান, খানা খন্দে ভরা, ভাঙাচোরা এই সড়কে চলাচলরত মানুষের দুর্ভোগের শেষ নেই। মনে হয় এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আসা পূরণে ব্যর্থ। এ ব্যাপারে জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কোনো অজানা রহস্যের কারণে বারবার কাজ শুরু হয়েও শেষ না হওয়ায় দিন দিন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে রাস্তাটি। বিষয়টি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলি আজগার টগর এমপিসহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সুধীজনেরা।
এছাড়া, আরও পড়ুনঃ