কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আরামডাঙ্গার আকি ও খোকন আটক
কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে আরামডাঙ্গা গ্রামের মোঃ আকিবুর বিশ্বাস আকি (৩৭) ও একই গ্রামের খোকন (৩০) ফেনসিডিলসহ ধরা পড়েছে। পুলিশসুত্রে জানাগেছে, আজ শনিবার (১২সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের আইসি এসআই আতিকুর রহমান জুয়েলের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে মসজিদ পাড়ার মোঃ রফিক বিশ্বাসের ছেলে আকির নিজ বাড়িতে। এসময় আঁকির নিজ বাড়ি থেকে ১৪ বোতল ফেনসিডিলসহ আটক করে আকি ও তার সহযোগি মজিবর খার ছেলে খোকনকে আটক করে পুলিশ সদস্যরা। এবিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকির বাড়িতে ফেনসিডিল বেচাকেনা হচ্ছে জানতে পেরে অভিযান চালিয়ে প্রথমে খোকনের কাছে থাকা ব্যাগে ৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করি পরে তার স্বীকারোক্তিতে আকির ঘরে অভিযান চালিয়ে আরো ১০ বোতল ফেনসিডিলসহ আকিকে আটক করি। সর্বমোট ১৪ বোতল ফেনসিডিলসহ আকি ও খোকনকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।