কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে রিয়াদ (১২) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। রিয়াদ কার্পাসডাঙ্গা গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে। পারিবারিকসূত্রে জানা গেছে, গতপরশু বিকেলের দিকে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ বিষয়ে ইউনুছ বিশ্বাস বলেন, শনিবার সকালে কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গা মাদরাসায় যাওয়ার কথা ছিলো। মাদরাসায় যাবে না বলে সে বাড়ি থেকে বের হয়ে আজ ৩দিন হলো সে বাড়ি ফিরে আসেনি। আমাদের সকল নিকটাত্মীয়দের কাছে খোঁজ খবর নিয়েছি; কিন্তু কোথাও তার খোঁজ পাচ্ছি না। নিখোঁজ রিয়াদের পিতা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন তার ছেলের খোঁজ পেলে (০১৯৬০৯৩২০৮৬) জানানোর জন্য।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা-মেহেরপুরে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এছাড়া, আরও পড়ুনঃ