কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আকলিমা খাতুন, রাফিয়া খাতুন, জেসমিন আক্তার, শিরিনা খাতুন, মো. মহিবুল, জাহিদুল ইসলাম, শরীফ উদ্দিন, খায়রুল বাশার, শামীম হোসেন, ফরহাদ হোসেনসহ সকল শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শিক্ষক আকলিমা খাতুন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য গান, কবিতা, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।