কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার মো. ফরিদুজ্জামান রানাকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। কার্পাসডাঙ্গা ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়েছে। ফরিদুজ্জামান রানা সভাপতি, ইমন ইসলাম ও সোহাগ সহ-সভাপতি এবং জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, রিফাত হোসেনকে যুগ্ম-সম্পাদক ও মো. ওভিকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।