কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক সংলাপসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্পাসডাঙ্গা বিডির আয়োজনে মিশনপল্লির মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে কার্পাসডাঙ্গা মিশন চার্চের পুরোহিত দিপক উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়োসিসের বিশপ রাইট. রেভা. হেমেন হালদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বল্লভপুর ডিনারীর ডিন রেভা. মৃত্যুঞ্জয় মন্ডল, প্রকল্প ব্যবস্থাপক যোয়েল সজল বাড়ৈ, কার্পাসডাঙ্গা ক্যাথলিক চার্চের ফাদার লাভলু সরকার, জেসিকা সুর্পণা হালদার, শ্রী রঘুনাথ পাল, প্রভাষক আকরাম হোসেন, ডা. হাবিবুর রহমান, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন রেভা. কর্ণেলিয়াস মন্ডল, সুপান সরকার, নির্মল মন্ডল, সাংবাদিক মোস্তাফিজ কচি, বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আজিবর রহমান সিজার, রনি মল্লিক, আলো মন্ডল, খ্রীস্টোফার মিথুন মন্ডল, মন্ডল, পিন্টু মন্ডল, মিন্টু সরকার, ব্যবসায়ী মো. সেলিম, সহিদুল হক, দিপক মন্ডল, মতি মন্ডল, হক সাহেব, মিসেস লতিকা মন্ডল, মিসেস শিল্পী মন্ডলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন মিসেস সুইটি মন্ডল ও মিসেস লিয়া মন্ডল। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন প্রকল্প ব্যবস্থাপক যোয়েল সজল বাড়ৈ।