কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানাগেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ১৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসন কার্যলয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ-জামান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ-জামানের নেতৃত্বে লকডাউন এলাকার বিভিন্ন স্থানে পথচারিদে মাঝে সচেতনামূলক প্রচারও চালান তিনি। ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ