কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্পাসডাঙ্গা ব্রিজমোড়ে অবস্থিত বিভিন্ন মুরগীর দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ব্রিজমোড়ের সকল মুরগীর মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারায় মোট ৫টি মামলায় ৫ জনকে সর্বমোট ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, এসআই মো. মামুন, পেশকার জিহন, রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা।