কার্পাসডাঙ্গায় বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে। এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সাড়া ফেলেছে প্রত্যন্ত অঞ্চলে। এ কার্যক্রম আরো বেগবান করার জন্য বিট পুলিশিং নিয়ে প্রায় সচেতনতামূলক সভা করা হচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং টেকসই করতে হলে টেকসই সুষ্ঠু আইনশৃঙ্খলার কোনো বিকল্প নেই। আর টেকসই আইনশৃঙ্খলার জন্য জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যাবশ্যক। পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি। বিশেষ অতিথি ছিলেন ওসি (অপারেশন) মো. শফিউল আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই ইমরান হোসেন, এএসআই মসলেম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, সাজিবর রহমান, আনেহার খাতুন, দেলোয়ারা খাতুন, মাও. আলহাজ ওমর ফারুক, সাংবাদিক মেহেদী হাসান মিলন, বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রানাসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানটিন সঞ্চানলায় ছিলেন এএসআই মসলেম উদ্দিন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More