কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় হাদিকাতুল উলুম দাখিল মহিলা মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হাদিকাতুল উলুম দাখিল মহিলা মাদরাসার আয়োজনে মাদরাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সুপার মাও. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহ-সুপার আব্দুস সামাদ, সহকারী ইংরেজি শিক্ষক মো. এনামুল হক, সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমান, ইসহাক আলী, মাওলানা আব্দুল মমিন, আব্দুল আলীম, আব্দুল গফুর, আবু হানিফা, ক্বারী মো. আবু সুফিয়ান, সহকারী শিক্ষিকা মোছা. জোবাইদা খাতুন, আইরাতন নেছা, হাফিজা খাতুন, উমিয়া খাতুন, ফিরোজা খাতুনসহ সকল শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. নুরুল আমিন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ