কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মাদরাসার শিক্ষার্থীদের আয়োজনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও. মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন মাদরাসা গর্ভনিং বডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, প্রতিষ্ঠানের সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ হাফেজ মাও. ওমর ফারুক। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম, শিক্ষক মাও. আব্দুর রশিদ, হাফিজুর রহমান, মশিউর রহমান, ওবাইদুর রহমান, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, কর্মচারীসহ শিক্ষার্থীরা। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও. মো. জুলফিকার আলী। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন প্রভাষক এমদাদুল হক মিলন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ