স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় এক বিধবা নারীর মাঠে লাগানো গাছ জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগে জানা গেছে, কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আশরাফুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুনের নিজ মাঠের জমিতে লাগানো গাছ জোরপূর্বক কেটে ফেলেছে একই গ্রামের মৃত মোহম্মাদ আলীর ছেলে আব্দুল মজিদ নান্দুর বিরুদ্ধে। এ বিষয়ে মর্জিনা খাতুন অভিযোগ করে বলেন, আমার নিজজমিতে মেহগনি ও কলাগাছ লাগানো ছিলো। আব্দুল মজিদ ওরফে নান্দু আমার গাছ জোরপূর্বক কেটে ফেলেছে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে গালিগালাজসহ হুমকি ধামকি দিচ্ছে। আমার জমি দখলের পাঁয়তারা করছে সে। জমির সীমানা নির্ধারণের জন্য লাগানো পিলারও তুলে ফেলে দিয়েছে। আমি দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ