কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ২০২০-২১ অর্থ বছরে করোনা পরিস্থিতিতে মোকাবেলায় মানবিক সহায়তায় জি,আর এর আওতায় উপকারভোগীদের মাঝে স্বাস্থবিধি মেনে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬৫৯ জন উপকারভোগী এই খাদ্য সামগ্রী পেয়েছেন বলে জানিয়েছেন ইউপি সচিব মহি উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব, সকল ইউপি সদস্য, উদ্যোক্তাবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ