কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর মেয়র অসুস্থ মতিয়ার রহমানের রোগ মুক্তি কামনায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের পর হরিরামপুর মাঝপাড়া জামে মসজিদে ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের সহযোগিতায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহ-সভাপতি হাজি আলি আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, আ.লীগ নেতা সবুর মেম্বার, মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সেলিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্ট, রফিকুল ইসলাম এপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লীবৃন্দ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদের ইমাম মাও. রকিবুল ইসলাম। উল্লেখ্য, মেয়র মতিয়ার রহমানের শারিরীক অসুস্থতার কারণে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ