কার্পাসডাঙ্গার ভৈরব নদ পরিদর্শনকালে এমপি টগর : প্রধনমন্ত্রীর কল্যাণে ভৈরব নদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার ভৈরব নদ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলি আজগার টগর। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে তিনি কার্পাসডাঙ্গা ও সুবলপুরের ভৈরব নদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে এই ভৈরব নদের প্রাণ ফিরে পেয়েছে। ভৈরব নদ খননের কারণে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। তাছাড়া নদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। নদ খননের কারণে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছে। ভৈরব নদের পূর্ণ যৌবন আবার ফিরে পাবে। ভৈরবের ঐতিহ্য আবার ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সংসদ সদস্য হাজি আলি আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য নূর মোহম্মদ ভগু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ইউপি সদস্য বিল্লাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রানাসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এদিকে, হাজি আলি আজগার টগরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কার্পাসডাঙ্গা ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিগণ। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ইউপি অফিসকক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, মাহবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নুর মোহম্মদ ভগু, সাজিবর রহমান, আনেহার খাতুন, দেলোয়ারা খাতুন, সুমিয়া খাতুন, ইউপি সচিব মহিউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রানা প্রমুখ।