কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল রাস্তার কাজের উদ্বোধন করেন। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে শিবনগরের মল্লিকপাড়ার রাস্তার কাজের উদ্বোধন করা হয়। অপরদিকে সকাল ১০টার দিকে কুতুবপুর পশ্চিমপাড়ায় রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাজিবর রহমান, দেলোয়ারা খাতুন, ইঞ্জি. আক্তারুল ইসলাম, রমজান আলী প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ