কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা বাজারের বহুল প্রত্যাশিত রাস্তার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাজারের প্রধান সড়কের কাজ শুরু হয়েছে। দীর্ঘ বছর যাবত অতি কষ্ট করে এলাকার শত শত মানুষ রাস্তা অতিক্রম করে যাতায়াত করতেন। কিন্তু আজ সড়কটির নির্মানের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দ পরিলক্ষিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ ছিলো, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তা খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ছোট বড় যানবাহন উল্টে পড়ে থাকতে দেখা যাচ্ছে। যেন প্রাণ হাতে নিয়েই এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তারা। সবচেয়ে খারাপ অবস্থা বাজারের তেল পাম্প থেকে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত। এই রাস্তায় অংসখ্য বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে। যাতায়াত করাই দুষ্কর। কার্পাসডাঙ্গার রাস্তার বেহাল দশা নিয়ে ফেসবুকে বিভিন্ন জন যানবাহন উল্টানোর ছবিসহ স্ট্যাটাস দিয়েছে।
এদিকে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় রাস্তার বেহাল দশা নিয়ে কয়েকবার সংবাদ প্রকাশও হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংবাদের শিরোনাম ছিল কার্পাসডাঙ্গার পথ-যন্ত্রণা থেকে মুক্তি কবে প্রশ্ন পথচারীসহ স্থানীয়দের। রাস্তার কাজ আরম্ভের খবর শুনে ঘটনাস্থলে উপস্থিতি দেখা গেছে সাধারণ মানুষের। এ সময় আনন্দ প্রকাশ করেছে তারা। আনন্দের খবরে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে। কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ফেসবুকে পোস্ট করেছে অবশেষে গতকাল কার্পাসডাঙ্গা সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু। এবার ঠিকাদার প্রতিষ্ঠানকে একটু ধন্যবাদ দেয়ায় যায়। শহিদুল ইসলাম শহিদ লিখেছেন আলহামদুলিল্লাহ বহুপ্রতীক্ষিত দর্শনা-মুজিবনগর হাইওয়ের কাজের সূচনা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ