কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন
কার্পাসডাঙ্গায় নজরুল মেলার সমাপনী দিনে জেলা পরিষদের চেয়ারম্যান
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মেলার সমাপনী দিনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে কার্পাসডাঙ্গা আটচালা ঘর প্রাঙ্গনে বাঁশরী ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে কৃষি মন্ত্রণালয় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. মো. হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু। এ সময় তিনি বলেন বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। সাহিত্যের সব শাখায় তার ছিলো বিচরণ। তার জীবন ও কর্মে বিদ্রোহ ছিলো। তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার দর্শনকে আমাদের জীবনে আদর্শ করে তুলতে পারলে আমাদের অনেক জাতীয় সঙ্কট কেটে যাবে। তিনি বলেন, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ও বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, এনটিভির জেলা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিত্যানুরাগী আব্দুল মান্নান, অগ্নিবীণার প্রতিষ্ঠাতা সভাপতি ও নজরুল গবেষক এইচ এম সিরাজ, নজরুল চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্রধান আলোচক ছিলেন ঢাকা ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সন্দিপক মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র এজিএম আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন নাটুদাহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আ.লীগ নেতা শওকত আলী, এমএ ফয়সাল, আশাদুল হক, নিশান তরফদার, হায়দার আলী, ইঞ্জি. তসিম উদ্দিন, শিক্ষক আবুবক্কর প্রমুখ। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এর আগে সকাল ৯টায় নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর প্রাঙ্গণ আ¤্রকাননে হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে জার্সি তুলে দেন।