মুজিবনগর প্রতিনিধি: করোনা পরিস্থিতির কারণে মুজিবনগর উপজেলার কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে আশা। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনির হাতে ওই খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন আশার মেহেরপুর জেলা ব্যবস্থাপক নাজমুল আলম। এসময় সেখানে উপস্থিত ছিলেন আশার (আমঝুপি অঞ্চল) এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ, শাখা ম্যানেজার নেকবার আলী ও অন্যান্য শাখার ম্যানেজার এবং সহকারী ম্যানেজারবৃন্দ।
আশার জেলা ব্যবস্থাপক নাজমুল আলম বলেন, প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার তেল আছে। আশা খাদ্য সহায়তা হিসেবে জেলায় মোট এক হাজার একশটি প্যাকেট দিচ্ছে। যার মধ্যে মুজিবনগরে রয়েছে ২ শতটি প্যাকেট।