জীবননগর ব্যুরো: জীবননগর শহরের কেন্দ্রীয় কবরস্থানের উত্তর দিকের রাস্তা, ভৈরব নদের পাড় ও তৎসংলগ্ন এলাকা নিরাপদ হওয়ায় চিহ্নিত কিছু ফেনসিডিলখোরের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। ফেনসিডিল সেবনে বাধা দেয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে কবরস্থানের কেয়ারটেকার মোশারফ হোসেনকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ।
অভিযোগে জানা যায়, গতকাল বিকেলে বসুতিপাড়ার আব্দুল হামিদ ও হাইস্কুলপাড়ার হাসান কবরস্থানের ভেতর ফেনসিডিল সেবন করছিলেন। ফেনসিডিল সেবন করে খালি বোতল ছুড়ে ফেলাকালে কবরস্থানের কেয়ারটেকার মোশারফ হোসেন তাদের বাধা প্রদান করেন। এতে চরম ক্ষিপ্ত হন মাদকসেবীরা। সন্ধ্যার পূর্বে মোশারফ মনোয়ারা ক্লিনিকের সামনে গেলে তার ওপর চড়াও হন হামিদ, হাসান ও আজান। এ সময় তাকে মোটরাসাইকেল চাপা দিয়ে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।