মেহেরপুর অফিস: মেহেরপুরে বাঁশের ঝাড় থেকে একটি মাত্র কঞ্চি কাটার অপরাধে বিশারত নামের এক ব্যক্তিকে হেঁসো দিয়ে কুপিয়ে জখম করেছে বাঁশঝাড়ের মালিক রবি। আহত বিশারতকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশারত মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কিয়ামদ্দীনের ছেলে। গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় বিশারত প্রতিবেশী এজেল হোসেনের ছেলে রবির বাঁশঝাড় থেকে একটি কঞ্চি কাটে। এতে ক্ষিপ্ত হয়ে রবি ধারালো হেঁসে দিয়ে বিশাতের গলায় কোপ মারে। রক্তাক্ত জখম অবস্থায় বিশারতকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশারতের গলায় ৩ ডজনেরও বেশি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী রবিকে আটক করার পর পুলিশের হাতে তুলে দিয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ