দর্শনা অফিস: বাংলাদেশ ওয়ার্কার্স (মাক্সবাদী) পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হাসান ও দর্শনার সৈয়দ মজনুর রহমানসহ ৭ জন পদত্যাগ করেছেন। দলের ঐক্যে ফাটল ধরায় ও মতবিরোধের কারণে কেন্দ্রীয় কমিটির এ ৭ নেতা পদত্যাগ করেছেন বলেও জানান সৈয়দ মজনুর রহমান। গত ২১ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র প্রেরণের মাধ্যমে দলের সকল প্রকার দায়-দায়িত্ব ও পদ-পদবী থেকে অব্যহতি নিয়েছেন। তিনি বলেছেন, আমি এ দলের সাথে নিজেকে কোনো প্রকারে সংশ্লিষ্ট রাখতে ইচ্ছুক নয়, সুতরাং আমি সদস্যপদ প্রত্যাহার করছি। পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হাসান, সাংগঠনিক সদস্য, বরিশালের ফারুক হোসেন, সদস্য বজলুর রহমান, ঢাকার সিরাজুম মুনির, ময়মনসিংহের তপন সাহা চৌধুরী, বিকল্প সদস্য বাশুনিয়া হাবীব ও চুয়াডাঙ্গা জেলা সভাপতি কেন্দ্রীয় সদস্য সৈয়দ মজনুর রহমান।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ