এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ : সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত করতে নির্দেশনা

অংশ নেবে চুয়াডাঙ্গায় ১২ হাজার ও মেহেরপুরে সাড়ে ৮ হাজার পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু আজ। প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরিতে বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে লিখিত অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন। ইতোমধ্যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি নিয়েছে কমিটি।
চুয়াডাঙ্গায় এসএসসি/সমমানের পরীক্ষা-২০২৫ আজ থেকে শুরু হচ্ছে। পরীক্ষায় মোট ২৯টি কেন্দ্র/ভেন্যুতে মোট ১২ হাজার ১১৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করার কথা রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন’র জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সকল কোচিং সেন্টার ও ফটোকপি মেশিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করাা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি/এসএসসি ভোকেশনাল/দাখিল/দাখিল ভোকেশনাল পলক্ষিায় মোট ১২ হাজার ১১৪ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ২৯টি কেন্দ্র/ভেন্যুতে ৯ হাজার ৪৫৫ জন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ৫টি কেন্দ্রে ১ হাজার ৬৩৮ পরীক্ষার্থী এবং দাখিল ৫টি কেন্দ্রে ১ হাজার ১২১ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
এসএসসি/সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য জেলায় ৪টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া, পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষা গ্রহনের সাথে সরাসরি জড়িত নয় এমন কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার হলে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য ৩২ থেকে ৪০ জনের জন্য ২ জন কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা এবং প্রতিটি কক্ষে দেয়াল ঘড়ি স্থাপন করতে হবে। প্রতিটি ৬ ফুট বেঞ্চে ২ জন করে জেড আকারে পরীক্ষার্থী বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষার হলে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর করা যাবে। কেন্দ্র সচিব ব্যতিত কোন ব্যক্তি/পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষার হলে ফ্যান ও বাল্ব সচল রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে ও বাইরে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০২৫ জন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৯৯ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫৩২ জন ও ছাদেমাননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫২৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা রয়েছে। আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫৭১ জন, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১২০৮ জন, মুন্সিগঞ্জ একাডেমী ও মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ে মোট ৫৬২ জন, হাটবোয়ালিয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ও হাটবোয়ালিয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৩৬ জন, দামুড়হুদা পাইলট গার্লস হাই স্কুলে ৪৩৬ জন, দর্শনা মেমনগর বিডি হাইস্কুলে ৩৪৭ জন, দর্শনা বালিকা বিদ্যালয়ে ৩২০ জন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট ৫৫২ জন পরীক্ষার্থী রয়েছে। জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২ জন, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৩২ জন, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ও আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট ৩৪৯ জন, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় ও হাসাদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট ২৬০ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৫৯ জন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৪০ জন পরীক্ষার্থী রয়েছে।
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩০৫ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৩০২ জন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজে ২৪৫ জন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুলে ৩১০ জন ও জীবননগর সরকারি টেশনিক্যাল স্কুল এন্ড কলেজে ৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহ করার কথা রয়েছে ।
দাখিল পরীক্ষা কেন্দ্রে চুয়াডাঙ্গা কামিল মাদরাসায় ২৪৮ জন, আলমডাঙ্গা আলিম মাদরাসায় ২৫০ জন, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসায় ১৯৩ জন, কার্পাসডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদরাসায় ১৫৯ জন এবং জীবননগর ফাযিল মাদরাসায় ২৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
মেহেরপুর অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মেহেরপুর জেলার ৩টি উপজেলা থেকে ৮ হাজার ৬৭৩ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় রয়েছেন ৬ হাজার ৯১৪ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এক হাজার ৫৬ জন। দাখিল পরীক্ষায় ৭০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এসএসসি পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৪৯২ জন। গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ৩ হাজার ৫১০ জন। মুজিবনগরে ৯১২ জন রয়েছে। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলা ৩০২ জন। গাংনী উপজেলা ৪৮৪ জন এবং মুজিবনগর উপজেলায় ২৭০ জন রয়েছে। এদিকে দাখিল পরীক্ষায় মেহেরপুর সদর ৪২৩ জন এবং গাংনী উপজেলায় ২৮০ জন রয়েছে। এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলায় মোট ১৩ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮৫৯ জন। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় ৭৬৭ জন এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৬৬ জন পরীক্ষার্থী রয়েছে। গাংনী উপজেলায় ৮টি কেন্দ্রে ৩ হাজার ৫১০ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এর মধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৪১৭ জন।গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিক বিদ্যালয়ে ৬৮৩ জন। বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রীয় ৪৫৮ জন। যুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৫ জন। সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৮ জন। বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪৮৪ জন। বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৮৯ জন এবং রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। অপরদিকে মুজিবনগর উপজেলায় ২ কেন্দ্রে ৯১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এর মধ্যে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০৪ জন এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০৮ জন রয়েছে। এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মেহেরপুর জেলার ৩ কেন্দ্রে মোট ১ হাজার ১৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩০২ জন। মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৭০ জন এবং গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৮৪ জন রয়েছে। অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মেহেরপুরে দুটি কেন্দ্রে ৭০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ৪২৩ জন এবং গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ২৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More