গাংনী প্রতিনিধি: মাদরাসার এতিম শিশু শিক্ষার্থীদের ইচ্ছে পূরণে গাংনীর চৌগাছা দারুল ইয়ামিতখানায় বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাক। গতকাল সোমবার দিনব্যাপী এ আয়োজন শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কিশোরের ডাক সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গাংনী কাঁচা বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তেরাইল গ্রামের সমাজসেবক স¤্রাট ও হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরের ডাক সদস্য জোবাইদা নুর, শোভা, রিপন, জসিম, রোকন, শুভ প্রমুখ।
গাংনীর ছাত্র-ছাত্রীদের সংগঠন কিশোরের ডাক সদস্যরা লেখাপড়ার খরচ বাঁচিয়ে এবং সমাজের হৃদয়বান মানুষের আর্থিক সহায়তায় গরিব, দুস্থ ও অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা লাভে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এতিম শিশু শিক্ষার্থীদের বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে মেতেছিলো শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ।