এই সাম্প্রদায়িক সম্পৃতি সর্বত্র বিরাজ করুক
চুয়াডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যে অনেকটা সাম্প্রদায়িক সম্পৃতির দেশ তা এখানে এসে মনে হচ্ছে। এভাবে আমাদের দেশে সর্বত্র সাম্প্রদায়িক সম্পৃতি বিরাজ করুক এই কামনা করি। আর চুয়াডাঙ্গায় এই ধরনের বড় আয়োজন করার জন্য দিলীপ কুমার আগরওয়ালাকে জানাই আন্তরিক ধন্যবাদ। চুয়াডাঙ্গায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন কালে উপরোক্ত মন্তব্য করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বরে আয়োজিত মহা নামযজ্ঞ অনুষ্ঠান স্বস্ত্রীক পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম হোসেন ও এনডিসি হাবিবুর রহমানসহ জেলা কালেক্টরেটের অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ। জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ মহা নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনে গেলে অনুষ্ঠানের মূল আয়োজক দিলীপ কুমার আগরওয়ালা ও তার সহধর্মিনী সবিতা আগরওয়ালা অতিথিগণকে অনুষ্ঠান স্থল ঘুরে ঘুরে দেখান। গতকাল বুধবার আয়োজনে ছিলো অষ্টকালীন লীলা কীর্তন, লীলা কীর্তন শুনতে আসা হাজার হাজার ভক্ত, পূজারী ও পূর্নার্থীদের পদচারনায় মুখরিত ছিলো অনুষ্ঠান স্থল। আজ শুক্রবার সকালে নগর কীর্তন শেষে বিকেলে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে ১১ তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞানুষ্ঠান।