সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী, দশমী গ্রােেমর বাকি বিল্লাহ (বাবলু) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, গতকাল রোববার দুপুরের কোন এক সময় নিজের ওষুধের দোকানের ফ্যানের সাথে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাকি বিল্লাহ বাবলু (৫২)। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামের মৃত বশির আহম্মেদের ছেলে।
বাজারের ব্যবসায়ী, পারিবারিক ও প্রতিবেশীদের নিকট থেকে জানা গেছে, কিছুদিন আগে বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা পয়সা ধার নিয়ে পরিশোধ করতে ব্যার্থ হয়। পাওনাদার টাকা পরিশোধ করতে ব্যার্থ হওয়াই সে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। সে রোববার দুপুরে কোন এক সময় নিজের দোকানের মধ্যে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। চুয়াডাঙ্গা সদর থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল ঘটনা স্থল পরিদর্শন করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সরোজগঞ্জ ক্যাম্পের আইসি এসআই হারুন উর রশিদকে সুরতহাল রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করেন। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল বলেন, চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারের ব্যবসায়ী বাকি বিল্লাহ আত্মহত্যা করেছে মর্মে থানাতে জানালে আমিসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যাই, পরে তদন্তের সার্থে তার লাশ পুলিশ হেফাজতে নিই পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।