উৎসবমূখর পরিবেশে কার্পাসডাঙ্গা বাজার সমিতির নির্বাচন সম্পন্ন
রাসেল সভাপতি কচি সাধারণ সম্পাদক নির্বাচিত
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহি কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ওইদিনই গণনা শেষে সন্ধ্যায় ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচনে আলমগীর হোসেন রাসেল ছাতা প্রতীকে ৩৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিবর রহমান সিজার চেয়ার প্রতীকে ৩৪৬ ভোট পান। মোস্তাফিজ কচি সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নাজমুল হোসেন মই প্রতীকে পান ৩৩৭ ভোট। এছাড়া সহ সম্পাদক পদে আবুল কালাম আজাদ মোরগ প্রতীক নিয়ে ৫০৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হাসান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ২০৯ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে তুহিন আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে ৪১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানোয়ার খাবলি হারিকেন প্রতীক নিয়ে ২৯৫ ভোট পান। কোষাধ্যক্ষ পদে আজিবর রহমান ফুটবল প্রতীকে ৩৪২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান ইমাম হাতি প্রতীক নিয়ে ভোট পান ২৩৬ ও আনোয়ার হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ভোট পান ১৪১। এছাড়াও সহ সভাপতি পদে খুরশিদ আলম নান্নু ও রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন ও সদস্য পদে হেলাল উদ্দিন, জামাত আলী, লালন, জিয়াউর রহমান, আব্দুস সামাদ, সাইফুল্লাহ আল মামুন, রিপন ও আব্দুল আলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জানা গেছে এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৭৭০ জন। ভোট পোল হয়েছে ৭২৮। অনুপস্থিত ছিলো ৪২ জন। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. গোলাম ইউসুফ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. আশরাফুল হক, আব্দুস সালাম বিশ্বাস, হাজী ফজলুল হক, আতিয়ার রহমান, কামরুজ্জামান রানা বিশ্বাস। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন শিক্ষক নাজমুল আহসান। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন শিক্ষক কামাল হোসেন, শিক্ষক মতিয়ার রহমান, শিক্ষক আশরাফুল হক। পোলিং অফিসার ছিলেন শিক্ষক লাসার মন্ডল, শিক্ষক মোস্তাইদ হোসেন ও শিক্ষক জহিরুল হক। কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই মসলেম উদ্দিনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ভোট কেন্দ্রে।