উন্নয়ন কর্মকান্ডে বর্তমান সরকারের সাথে থাকতে হবে

আলমডাঙ্গার হাটবোলিয়ায় কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস

স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া গণসংযোগ ও কর্মীসভা করেন তিনি। সেখানে তিনি সাধারণ মানুষ, বাজারের ব্যবসায়ী ও পথচারিদের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরেন। সেই সাথে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আসাদুল হক বিশ^াস বলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরতে হবে। আর এভাবেই ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে। যারা বিগত ১৪ বছরের উন্নয়ন দেখেও না দেখার ভান করে তাদের সামনে এগিয়ে চলা বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে তুলে ধরতে হবে। মিথ্যাচারের জবাব দিতে হবে এভাবেই। প্রতিটি দলীয় কর্মীকে এই ভূমিকা পালন করার আহ্বান জানান আসাদুল বিশ^াস। তিনি বলেন, মেহনতী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন। এজন্যই তিনি দেশকে স্বাধীন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পিতার মতই দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যসীমা থেকে উত্তরণের জন্য সম্ভাব্য সকল উন্নয়ন কর্মকান্ড অত্যন্ত সাহসিকতার সাথে সম্পন্ন করছেন। আসাদুল বিশ^াস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মা-বোনদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করছেন। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আওতায় রাখার জন্য এক কোটি কার্ড বিতরণ করা হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় ৯ লাখ মানুষকে ঘর করে দেয়ার কার্যক্রম চলছে। সারাদেশে ৫০০টি মডেল মসজিদ নির্মাণ কার্যক্রম অব্যাহত আছে। তিনি এসকল উন্নয়ন কর্মকান্ডে বর্তমান সরকারের সাথে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষিতে পর্যাপ্ত ভর্তুকির মাধ্যমে সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ কৃষকের হাতে পৌঁছে দেয়া হচ্ছে। আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আমি সারাজীবন আওয়ামী লীগের সাথে যুক্ত। আপনাদের ভোটেই তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের দোয়া সমর্থন পেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই। আমি কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। কর্মীসভায় সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব টাক্টর, সাধারণ সম্পাদক আহসানুজ্জামান ঝান্টু, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আমিনুল ইসলাম মনি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, হারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেরেকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনি, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দীন, আওয়ামী লীগ নেতা মফিজুল ম-ল, বকুল হোসেন, আলমডাঙ্গা পৌর ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফন্টু, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা মিলন মালিতা, উজ্জল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য পাপেল মিয়া, আকাশ মিয়া, আব্দুল আলিম, রাকিব আহম্মদ জনি, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ^াস, পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক তারিক আজিজ নয়ন, সদর থানা কৃষক লীগের সদস্য কামাল হোসেন, আলুকদিয়া ইউনিয়ন শ্রমিক লীগ নেতা জুয়েল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান বিশ^াস, প্রবীণ আওয়ামী লীগ নেতা খোদা বকস মিয়া, আবু বক্কর, লেবু মিয়া, আব্দুস সাত্তার, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সেলিম হোসেন, আমিনুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মাসুদ মোল্লা প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More