উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই
আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও কর্মীসভায় আসাদুল বিশ্বাস
স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও কর্মীসভা অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর, পাচকমলাপুর, ফুলবগাদিসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও কর্মীসভা করেছেন। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ^াস বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছে। বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, জননেত্রী শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। কারণ, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।’ তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হলেও আমাদের মুক্তির সংগ্রাম এখনো অব্যাহত আছে। তাই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আসাদুল হক বিশ^াস বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আঁতাত করে বঙ্গবন্ধুকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করেছিলো, ঠিক একইভাবে তাদের দোসররা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্রের জবাব দিতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আপনাদের দোয়া সমর্থন পেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই। আমি কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য পাপেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাংনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, খাদিমপুর ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফকির চাঁদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক শাহীন, সিনিয়র সহ সভাপতি শাহাদত হোসেন, সহ সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক আসমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক পিন্টু মিয়া, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাবান মিয়া, আওয়ামী লীগের প্রবীন নেতা আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সদস্য ডালিম মিয়া, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মুজার আলী, ৯নং ওয়ার্ডের সভাপতি সিদ্দিক আলী, আওয়ামী লীগ নেতা রিপন বিশ^াস, ২নং ওয়ার্ডের কারু মেম্বার, আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফন্টু, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা সেলিম মিয়া, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন মিলন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য অ্যাড. আব্দুল আলিম, পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আকাশ মোল্লা, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল রানা, আলুকদিয়া ইউনিয়ন শ্রমীক লীগ নেতা শফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের দফতর সম্পাদক রাকিব আহমেদ জনি, আকরাম হোসেন, রতন আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলুকদিয়া ইউনিয়ন কৃষকরীগের সভাপতি শাহিন বিশ্বাস।