উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন যুবলীগের কর্মীসভায় নঈম জোয়ার্দ্দার
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ছত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগ ঐক্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। যুবলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে। দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করা হবে।’ নঈম জোয়ার্দ্দার আরও বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজন অপরিহার্য। নঈম হাসান জোয়ার্দ্দার দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ইউনিয়ন যুবলীগ নেতা সাদমান জানিফ রকির সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার ম-ল, ডাউকি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম ও শাহীন রেজা। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, আশা। আলমডাঙ্গা উপজেলা যুবলীগ জাহাঙ্গীর, বুলবুল, ছাত্তার, আনিস, রায়হান, রনি, শিমুল, সজীব, রাজু, সুমন, ৭নং ওয়ার্ডের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আরিফ, ৫নং ওয়ার্ডের সভাপতি লিটন, ৬নং ওয়ার্ডের সভাপতি রইচ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব, আব্দুল বারেক, ইনাজ মালিতা, শরিয়তউল্লা, যুবলীগ নেতা রুহুল, শাহীন, সেতু, রাতুল, স্বাধীন, সোহাগ, জুয়েল,পাপ্পু, সোহাগ, শাফি, রতন, শামীম, রাশিদুল, আলমাজ, আজাদ, রানা, সামাদ, নাহিদ, ছাব্বির, রিদয়, জীবন, সুজন, শামীম, নাজমুল, কলম, সোহেল, সবুজ, সজিব, লিখন, দূর্জয়, জান আলী, খোলেক, রোহান, শাহীন, মুক্তি, প্রমুখ।