স্টাফ রিপোর্টার: আগামী ১০ জুলাই রোববার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্যে সবাই প্রস্তুতি নিতে শুরু করেছেন। শহর-গ্রাম সর্বত্র বসেছে কোরবানির পশুর হাট। কিন্তু বর্ষার এই সময়ে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে? কী বলছে আবহাওয়া অফিস? আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ছানাউল হক ম-ল জানিয়েছেন, ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। তবে সেটি খুব বেশি হবে না। অল্প পরিমাণ বৃষ্টি হবে বেশিরভাগ জায়গায়। কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বা মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন সময়ে দেশের তিনটি অঞ্চলের তাপামাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকবে বলে জানান তিনি। ছানাউল হক বলেন, ‘এখন যেহেতু বর্ষা মৌসুম, সেহেতু সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে। দু-একটা জায়গায় হয়তো হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।’ কোন কোন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেট, রংপুর ও চট্টগাম বিভাগের দু-এক জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর অন্যান্য জায়গায় বৃষ্টিপাত কম হবে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হবে না।’ ঈদের দিন সারাদেশের তাপমাত্রা কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে ছানাউল হক বলেন, ‘তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে। বর্তমানের তাপমাত্রা যেরকম আছে, সেরকমই থাকবে। হয়তো দু-একটা জায়গায় সামান্য বাড়তে পারে। সেক্ষেত্রে হয়তো তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।’ কোন অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে এমন প্রশ্নে এ আবহাওয়াবিদ বলেন, ‘রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলে তাপমাত্রা একটু বেশি থাকবে।’ তিনি জানান, কালবৈশাখীর মতো ঝড় বা দমকা হাওয়ার সম্ভাবনা নেই ঈদের সময়। ঈদ পর্যন্ত সাগর মোটামুটি স্বাভাবিক থাকবে।