ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন
সভাপতি হাসানুজ্জামান সজিব সেক্রেটারি তুষার ইমরান
স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটির শুরু অধিবেশন অনুষ্ঠিত করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় দৌলতদিয়াড়স্থ আইএবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন হাসানুজ্জামান সজীব। ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের ইসলাম, দেশ এবং মানবতার জন্য নিজের জান, মাল, সময় কুরবানী করে রাজনীতির ময়দানে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে, সকলের সাথে মিলে মিশে, ভ্রাতৃত্ব বজায় রেখে হিম্মত ও খুলুসিয়াতের সাথে কাজ করার জন্য সকল দায়িত্বশীলকে আহ্বান জানান, অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান অতিথি তার আলোচনা শেষে হাসানুজ্জামান সজিবকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার তুষার ইমরানকে সেক্রেটারিসহ ২৬ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ এনামুল কবির জিপসি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হুসাইন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. আশিকুল আলম সজীবসহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ, দফতর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. বনি আমিন, সহ অর্থ প্রকাশনা সম্পাদক মো. আজগর আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা মহিবুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা একরামুল হক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ ওয়ালিদ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মো. হামিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন রানা বিশ্বাস, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মো. আব্দুল মজিদ, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ শেখ পেয়ার মোহাম্মদ, সদস্য মাওলানা জহুরুল ইসলাম ও মো. মিজানুর রহমান মিলন।