স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা থেকে এক ইজিবাইক চোরকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুয়াডাঙ্গা থেকে চুরি করা ইজিবাইক। গতকাল বুধবার দুপুরে কোর্টমোড় এলাকা আনোয়ার হোসেনের ইজিবাইক চুরি করে যাত্রীবেশী ইমরান হোসেন ও তার সহযোগী। সাথে সাথে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের তড়িৎ পদক্ষেপে দর্শনা থেকে ইজিবাইকসহ আটক করে ইমরানকে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শহরের কোর্টমোড় এলাকায় ইজিবাইকের যাত্রীবেশী দুই প্রতারক চালক আনোয়ার হোসেনকে দোকানে যেতে বলেন। এসময় তারা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে বিষয়টি পুলিশ জানান ইজিবাইক চালক বোয়ালমারি গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে আনোয়ার হোসেন। পরে বিভিন্ন থানা ও বিভিন্ন এলাকায় দায়িত্বরত পুলিশ বাহিনীকে ম্যাসেজ দেয়া হলে দর্শনা থানা পুলিশ ইজিবাইকসহ ইমরান নামের এক চোরকে আটক করে। এসময় তার সাথে থাকা আরও এক সহযোগী পালিয়ে যায়। আটককৃত ইমরান হোসেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরহরিদেবপুরের মেরাজ হোসেনের ছেলে। তার নাম ঠিকানা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।