স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদসভা সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে জানানো হয় ৪ জুন সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ কমূসচি শুরু হবে। সকাল ১০টায় শহীদ হাসান চত্বরে প্রতিবাদসভা অনুষ্ঠিত হবে।
উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্য নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হাসেম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারসহ পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, মহিলা নেত্রী পৌরসভার ১নং প্যানেল মেয়র সুলতান আরা রতœা, শম্পা, সাথী, দিলরুবা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহাবুল ইসলাম, ছাত্রলীগ নেতা গালিব, ওয়ালিউর রকি, আলিফ নূর, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান নিপুল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাজা আহমেদ ও ইউপি চেয়ারম্যান আলম ম-ল, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ দাস ও সাধারণ সম্পাদক ডা. রফিক, জেলা শ্রমিক লীগ সভাপতি মো. আফজালুল হক ও সাধারণ সম্পাদক রিপন ম-ল প্রমুখ।
উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শ মেতাবেক আগামী ৪ জুন সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদসভা করবে আওয়ামী লীগ।