আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী কৃষিক্লাবপাড়ার ৬ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে একই গ্রামের আরিফুলের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মিষ্টি দেয়ার প্রলোভন দিয়ে পাশর্^বর্তী গ্রামের কানাইপুকুরিয়া মাঠে ডেকে নিয়ে বলৎকার করে।
জানা গেছে, উপজেলার হারদী গ্রামের কৃষিক্লাবপাড়ার আহার আলীর ৬ বছরের ছেলেকে একই পাড়ার গুলিমের ছেলে আরিফুল ইসলাম (১৮) মিষ্টি কিনে দেয়ার প্রলোভন দেখায়। সোমবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত আরিফুল ইসলাম ৬ বছরের শিশুকে নিয়ে গ্রামের পাশর্^বর্তী কানাইপুকুরিয়া মাঠে ডেকে নিয়ে গিয়ে বলৎকার করে। শিশুটির উপর আরিফুলের অমানুষিক অত্যাচার সইতে না পেরে চিৎকার শুরু করে। শিশুটি চিৎকার শুরু করলে ভয়ে তাকে মাঠে রেখে অভিযুক্ত আরিফুল পালিয়ে যায়। শিশুটির কান্না শুনে আশপাশ থেকে লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে ভর্তি করা হয়। এ সংবাদ জানাজানি হলে গ্রামবাসীরা অভিযুক্ত আরিফুলকে আটকের জন্য খোঁজাখুজি শুরু করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, এ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটি চিকিৎসাধীন আছে। ঘটনা জানার পর থেকেই অভিযুক্ত আরিফুলকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। রাতেই শিশুটির পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।