আলমডাঙ্গা মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ের ও রেলগেটে ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জরিমানা
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করে বাইরে আসা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে ও রেলগেটে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করে বাইরে আসা ও ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা করাসহ বিভিন্ন অপরাধে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহা. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে শিলনকে ৩শ টাকা, নুর আলমকে ১শ টাকা, আসানুরকে ১শ টাকা, টুটুলকে ১শ টাকা, সাদ্দামকে ১শ টাকা, রনিকে ২শ টাকা, ছোটনকে ১শ টাকা, আরমানকে ১শ টাকা, শফিকুলকে ১শ টাকা, তরিকুলকে ১শ টাকা, মিরাজকে ৫০ টাকা, মিরাজ হোসেনকে ১শ টাকা, রহমানকে ৫০ টাকা, ইব্রাহিমকে ১শ টাকা, আকাশকে ১শ টাকা, ইকরামুলকে ১শ টাকা, রুবেলকে ১শ টাকা, মন্টুকে ৫০ টাকা, মেহেদীকে ৫শ টাকা, আরিফকে ৩শ টাকা, কবীরকে ৫০ টাকা, নাঈমকে ১শ টাকা, ইমরানকে ১শ টাকা জরিমানা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী আলমসাধু ড্রাইভার ও পাখিভ্যান চালকদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন।