আলমডাঙ্গা মাছ বাজারে নতুন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা মাছ বাজারে জলাবদ্ধতা নিরসনে নতুুন ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে এ কাজের উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। এ সময় মেয়র বলেন দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসন হলে আলমডাঙ্গা মৎস্য ব্যবসায়ী ও ক্রেতাদের তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে ও দুর্ভোগ লাঘবো হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় মৎস্য ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের সাথে আলাপকালে তারা বলেন নতুন এ ড্রেন নির্মাণ হওয়ায় আমরা খুবই উপকৃত হবো এবং পচা দুর্গন্ধ থেকে মুক্তি পাবো। এ কাজে তারা সন্তোষ প্রকাশ করেন। শহীদ ফকির নামে এক মৎস্য ব্যবসায়ী বলেন দীর্ঘ ৪০ বছর ধরে তারা এখানে কষ্ট করছেন, সকালে আড়তের আইশযুক্ত বরফ গলা নোংরা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি করতো ও মশা মাছির উপদ্রব বাড়তো, রাত পর্যন্ত তারা কষ্ট করে ব্যবসা করতেন; যা এখন থেকে থাকবে না বলে তিনি স্বস্তি প্রকাশ করেন। ২৯০ মিটার দৈর্ঘ্যরে, ১২০০ মিমি প্রশস্ত, ১২০০মিমি গভীর নতুন এই ড্রেনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৭ লাখ, ৩৭ হাজার ৭৯৬ টাকা ও ঠিকাদার প্রতিষ্ঠান মো. তরিকুল ইসলাম। নির্মাণ কাজের বাস্তবায়ন হলে দুর্ভোগ লাঘবের পাশাপাশি ড্রেনটি দৃশ্যমান হবে আলমডাঙ্গা পৌরসভা মেইন গেট থেকে মাংস বাজার হয়ে মাছ বাজার থেকে হলুদ পট্টি পর্যন্ত। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক কাজী রবিউল হক, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফফার, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও মুজিব কবি মামুন খন্দকার, উপসহকারী ইঞ্জিনিয়ার আসাদুল হকসহ পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More